বিশ্বকাপের ডামাডোলের মধ্য দিয়ে রোববার শুরু হল জাতীয় ক্রিকেট লিগ। প্রথম দিনই সেঞ্চুরি (১০৭) পেলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাঈম ইসলাম। তারপরও জাতীয় ক্রিকেট লিগের প্রথম পর্বের ১ম দিন শেষে দাপট নেই রংপুর বিভাগের। চট্টগ্রাম বিভাগের বিপক্ষে তাদের রান ৮ উইকেটে ২১৮।
রোববার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে রংপুর।
এদিকে বিকেএসপিতে রোববার মুখোমুখি হয় রাজশাহী এবং ঢাকা মেট্রো। সেঞ্চুরি করেছেন মেহেদি মারুফ। তাতেই রাজশাহী বিভাগের বিপক্ষে ঢাকা মেট্রো অলআউট হয়ে তুলেছে ৩০২ রান। জবাবে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে রাজশাহীর রান ৮।
১৪১ রান করেছেন মারুফ। রাজশাহীর সানজামুল ইসলাম ৯৮ রানে নেন ৪ উইকেট।
জাতীয় লিগের আরেক ম্যাচে দাপটে এগিয়ে যাচ্ছে খুলনা বিভাগ। সিলেট বিভাগের বিপক্ষে বিকেএসপির দুই নম্বর মাঠে তারা করে ৪ উইকেটে ২৮০ রান।
জাতীয় দল থেকে বাদ পড়েছেন অনেক আগে। কিন্তু ফুরিয়ে যান নি মোহম্মদ শরীফ। তার দুর্দান্ত বোলিংয়ে চাপে বরিশাল বিভাগের ইনিংস। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে ১৩৯ রানে অলআউট বরিশাল। শরীফ নেন ৬ উইকেট।
জবাবে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ঢাকার রান ১৮০। রনির রান অপরাজিত ১০৩।
Discussion about this post