কালর্টন মিড ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারল ভারত। অস্ট্রেলিয়ার পর এবার ইংল্যান্ড। ব্রিসবেনে মঙ্গলবার মহেন্দ্র সিং ধোনির দলকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ইংলিশরা।
ম্যাচে লড়াই করার সুযোগটাও পেল না ভারত। ইংল্যান্ড বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৫৩ রানেই অলআউট তারা। যা একটু লড়লেন স্টুয়ার্ট বিনি। করলেন ৪৪ রান। টস জিতে ব্যাট করতে নামাটাই যেন ভুল হয়ে গেল!
মাত্র ৩৯.৩ ওভারে অলআউট।
ইংল্যান্ডের স্টিফেন ফিন ৩৩ রান দিয়ে নেন পাঁচ উইকেট।১৮ রানে চার উইকেট জেমস অ্যান্ডারসনের।
এরপর জবাব দিতে নেমে অনায়াসেই সেই রান টপকে যায় ইংল্যান্ড। তারা হারায় মাত্র এক উইকেট। খেলে ২৭.৩ ওভার।
ইয়ান বেল করেন ৮৮ রান। জেমস টেলর ৫৬।
Discussion about this post