তিনি আর থাকছেন না তেমন একটা অনাকাংখিত খবর কয়েক দিন ধরেই ভেসে বেড়াচ্ছিল। তারপরও চলছিল তাকে সারিয়ে তোলার সংগ্রাম। কিন্তু জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ নামের সেই রহস্যময় ভুবন থেকে আর ফেরা হল না জুম্মন লুসাইয়ের। রোববার মারা গেলেন বাংলাদেশের হকি ইতিহাসের এই অন্যতম সেরা প্রতিভা।
মস্তিষ্কের রক্তক্ষরণে শেষ তার ৬০ বছরের জীবনের অধ্যায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যাকেন্দ্রে শেষ নিশ্বাস ত্যাগ করলেন জুম্মন।
১৯৭৮ সালে বাংলাদেশ পুলিশ দলের হয়ে প্রথম বিভাগে খেলা শুরু তার। এরপর শুধু এগিয়ে চলার গল্প। ১৯৮২ সালে দিল্লি এশিয়ান গেমসে জাতীয় দলের হয়ে অভিষেক। ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতে ইরানের বিপক্ষে হ্যাটট্রিক করে নিজের জাত চেনান তিনি। বলা হয়ে থাকে জুম্মনই দেশের একমাত্র হকি খেলোয়াড় যিনি আন্তর্জাতিক পর্যায়ে হ্যাটট্রিক করেছেন। ১৯৮৯ সালে এশিয়া কাপে খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন তিনি।
জাতীয় হকি দলের সাবেক এই অধিনায়ক বিশ্ব একাদশের হয়ে খেলেছেন সেই আশির দশকে।
খেলোয়াড়ি জীবনের প্রায় পুরোটা সময়ই কাটিয়েছেন আবাহনীতে।
জুম্মনের তাঁর বড় ভাই রামা লুসাই সত্তর আর আশির দশকে ছিলেন ফুটবলের জনপ্রিয় তারকা। এছাড়া বাবা হারেঙ্গা লুসাই হকি খেলতেন। ছোট ভাই জুবেল লুসাইও দেশের বড় ক্লাবগুলোর হয়ে হকি খেলেছেন।
জানা গেছে জুম্মন লুসাইয়ের শেষকৃত্য হবে সিলেটে, নিজ এলাকায়।
Discussion about this post