জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের নিয়ে তিনি যেন ছেলে খেলায় মেতে উঠেছিলেন। রীতিমতো চার-ছক্কার বন্যা। আর তাতেই রোববার দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান গড়লেন রেকর্ড।
ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েই ভুলটা করে বসে ওয়েস্ট ইন্ডিজ।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা ও রাইলি রুশো শুরু করেন ঝড়ো গতির ব্যাটিং। তাদের জুটিতে ২৪৭ রান। ১২৮ রান রুশোর।
এরপরই নামেন এবি ডি ভিলিয়ার্স। আর শুরু চার-ছক্কার বৃষ্টি। ১৬ করেন হাফসেঞ্চুরি। আর সেঞ্চুরি করতে খেলেন ৩১ বল। যা কীনা বিশ্বরেকর্ড। এইতো গত বছরের ১ জানুয়ারি নিউজিল্যান্ডে কোরি অ্যান্ডারসন ৩৬ বলে করেন সেঞ্চুরি।
পাশাপাশি ডি ভিলিয়ার্স ছুঁয়েছেন রোহিত শর্মার ১৬ ছক্কার রেকর্ড। শেষপর্যন্ত তার রেকর্ড গড়া ইনিংস শেষ হয় ৪৪ বলে ১৪৯ রানে।
পাশাপাশি ঝড় তুললেন আমলাও। তার ব্যাটে ১৫৩। ব্যাক্তিগত ১৮তম ওয়ানডে সেঞ্চুরি।
একই ইনিংসে প্রথম তিন ব্যাটসম্যানের সেঞ্চুরি পাওয়ার ঘটনা এই প্রথম ঘটল।
আর তাতেই নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকার তুলে ২ উইকেটে ৪৩৯। ওয়ানডেতেও এটি প্রোটিয়াদের সর্বোচ্চ রানের ইনিংস। আর চার রান করলেই ২০০৬ সালে শ্রীলঙ্কার করা সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড ভেঙ্গে দিত তারা।
জবাব দিতে নেমে ক্যারিবিয়রা ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলে ২৯৭ রান। আর প্রোটিয়ারা ম্যাচ জিতে নেয় ১৪৮ রানে।
Discussion about this post