জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি শুরু হচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর। এবারের আসরে অংশ নেবে সাত বিভাগীয় দল ও একটি ঢাকা মেট্রো দল। ঘরোয়া ক্রিকেটে অন্যতম গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টকে অনেকেই দেখছেন বিপিএলের আগে নিজেদের মেলে ধরার আদর্শ মঞ্চ হিসেবে।
এনসিএলের এবারের আসরে প্রতিটি দলের হাল ধরছেন দেশীয় কোচরা। ঢাকা বিভাগকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ মিজানুর রহমান বাবুল, যিনি ফরচুন বরিশালকে টানা দুই মৌসুমে বিপিএল শিরোপা জেতানোর অভিজ্ঞতা অর্জন করেছেন।
চট্টগ্রামের দায়িত্বে আছেন মাহবুব আলী জ্যাকি-যিনি স্থানীয় পর্যায়ে প্রতিভাবান ক্রিকেটার গড়ে তোলায় সুনাম কুড়িয়েছেন। সিলেটকে সামলাবেন সাবেক অধিনায়ক রাজিন সালেহ, যিনি বয়সভিত্তিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে কাজ করছেন।
রাজশাহীর কোচ হবেন আব্দুল করিম জুয়েল। বরিশালের কোচ হিসেবে থাকছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বিপিএলে সফল কোচিং অভিজ্ঞতা থাকা আশরাফুল এবার ঘরোয়া ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন।
খুলনার দায়িত্বে আছেন প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসের সফল ব্যাটার তুষার ইমরান। রংপুরের হাল ধরবেন সাইফুল ইসলাম খান, যিনি স্থানীয় পর্যায়ে কোচিংয়ে জড়িত বহু বছর ধরে। ঢাকা মেট্রোর দায়িত্বে থাকবেন সাবেক জাতীয় দলের পেসার নাজমুল হোসেন। তবে এই আসরের পর মেট্রো দল আর থাকবে না।
Discussion about this post