বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন জমবে বন্দর নগরী চট্টগ্রামে। তার আগে দারুণ দাপট রংপুর রাইডার্সের। টানা ৭ জয়ে যথারীতি পয়েন্ট তালিকায় শীর্ষে নুরুল হাসান সোহানের দল। প্রথম দুই ম্যাচ জয় দিয়ে শুরু করা খুলনা হেরেছে টানা তিন ম্যাচ।
অন্যদিকে টানা ৬ ম্যাচ হারার পর রেকর্ড করা জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। টানা ৩ জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে চিটাগং কিংস। রংপুরের সঙ্গে হেরে তালিকার ৩ এ নেমে ফরচুন বরিশাল।
বিপিএলের পয়েন্ট তালিকা
দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রান রেট
রংপুর রাইডার্স ৭ ৭ ০ ১৪ +১.৫৪২
চিটাগং কিংস ৪ ৩ ১ ৬ +১.৩২৩
ফরচুন বরিশাল ৫ ৩ ২ ৬ +০.৮৩৮
খুলনা টাইগার্স ৫ ২ ৩ ৪ +০.১৩০
সিলেট স্ট্রাইকার্স ৬ ২ ৪ ৪ –১.২৫৪
দুর্বার রাজশাহী ৬ ২ ৪ ৪ –২.১১৭
ঢাকা ক্যাপিটালস ৭ ১ ৬ ২ –০.০৯৭
Discussion about this post