অতিমারি করোনার এই দুঃসময়ে চলছে ইউরো চ্যাম্পিয়নশিপ। গত বছরই অবশ্য ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্টত্বের লড়াই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডে পিছিয়ে এখন চলছে মাঠের লড়াই। গ্রুপ পর্বের পর শেষ ষোলো তারপর শেষ কোয়ার্টার ফাইনালের লড়াইও।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে টিকে আছে এখন চার দল। ইংল্যান্ড পা রেখেছে সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে তারা হারায় ইউক্রেনকে। এবার ইংলিশদের লড়াই ডেনমার্কের সঙ্গে। সেমিফাইনালে ইতালির মুখোমুখি হবে স্পেন। দু’টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে।
২৫ বছর পর ইউরোর সেমি-ফাইনালে উঠল ইংল্যান্ড। সবশেষ ১৯৯৬ সালে সেমিফাইনাল খেলেছিল তারা। এবার ট্রফিতে চোখ তাদের। ম্যাচটা তারা খেলবে নিজেদেরই মাঠে। ডেনমার্ককে আটকে প্রথমবারের মতো ইউরোর ফাইনালে উঠার মিশন তাদের।
ইউরো ২০২০ সেমিফাইনাল সূচি
প্রথম সেমিফাইনাল: ইতালি বনাম স্পেন
কোথায় অনুষ্ঠিত হবে: ওয়েম্বলি স্টেডিয়াম
কবে খেলা: ৬ জুলাই, মঙ্গলবার
কখন শুরু: রাত ১ টা
দ্বিতীয় সেমিফাইনাল: ইংল্যান্ড বনাম ডেনমার্ক
কোথায় অনুষ্ঠিত হবে: ওয়েম্বলি স্টেডিয়াম
কবে খেলা: ৭ জুলাই, বুধবার
কখন শুরু: রাত ১টা টায়।
Discussion about this post