ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত এক বছর দেশে-বিদেশে টেস্টে দারুণ খেলছে ভারত। এর স্বীকৃতিস্বরুপ দলটি সোমবার আইসিসির টেস্টের সেরা দলের তকমা পেয়েছে। এজন্য একটি সুরম্য ট্রফি এবং একই সঙ্গে ১০ লাখ ডলারের অর্থ পুরস্কারও জিতে নিয়েছে দলটি। এ নিয়ে টানা তৃতীয়বার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে অনন্য সম্মাননা পেয়েছেন বিরাট কোহলিরা।
গত বছরের ১ এপ্রিল থেকে সোমবার পর্যন্ত বিরাট কোহলিরা ঘরের মাঠে হারিয়েছে আফগানিস্তানকে। এরপর ২-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়ে দেয় দলটি। এদিকে ইংল্যান্ডের মাটিতে রবি শাস্ত্রীর শিষ্যরা হেরেছিল ৪-১ ব্যবধানে। তবে অস্ট্রেলিয়ার মাটিতে আবার জিতেছিল ২-১ ব্যবধানে। এ সাফল্যের স্বীকৃতিই সোমবার পেয়েছেন কোহলিরা।
আইসিসির বর্ষসেরা টেস্ট দলের তকমা পাওয়ার সময় ভারতের রেটিং পয়েন্ট ১১৬। এদিকে ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড। আইসিসি থেকে পুরস্কার হিসেবে দলটি ৫ লাখ ডলার অর্থ পাবে। এরপরই রয়েছে দক্ষিণ আফ্রিকা। দলটির রেটিং পয়েন্ট ১০৫। তারা পাচ্ছে ২ লাখ ডলার। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। দু’দলেই পয়েন্ট সমান ১০৪ করে। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া এবং শেষ দল হিসেবে তারা পাবে ১ লাখ ডলার অর্থ পুরস্কার।
আইসিসি বর্ষসেরা টেস্ট দলের মর্যাদা পাওয়ার পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘আরও একটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলাম আমরা। নিশ্চিতভাবেই এটার জন্য আমরা গর্বিত। এই ফরম্যাটে আমাদের দল খুব ভালো খেলেছে। একই সঙ্গে বছর শেষে যখন আমরা টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে, তখন এটা আমাদেরকে আরও অনেক বেশি স্বাচ্ছন্দ্য এনে দেবে। আমরা সবাই জানি, এই ফরম্যাটে কিভাবে ভালো করতে হয় এবং কিভাবে নিজেদের এগিয়ে নিতে হয়।’
এদিকে টানা তিনবার সাদা পোশাকের ক্রিকেটে আইসিসির সেরা স্বীকৃতি পেয়ে সতীর্থদের প্রশাংসাও করেছেন কোহলি, ‘নিশ্চিতভাবেই বলতে পারি, আমাদের দলের গভিরতা অনেক বেশি। আমি নিশ্চিত, এই গভীরতাই আমাদেরকে আজ এ অবস্থানে এনে দাঁড় করিয়েছে।’
Discussion about this post