ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বল হাতে রীতিমতো যাদু দেখালেন তিনি। অফস্পিনারের ঘূর্ণি জাদুতে দিশেহারা করে দিলেন পাকিস্তানি ব্যাটসম্যানদের। ওয়ানডে ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৬ উইকেট পেলেন খাদিজাতুল কুবরা। সোমবার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের একমাত্র ওয়ানডেতে তার আক্রমণে ৯৪ রানে অলআউট সফরকারীরা।
২০ রানে ৬ উইকেট শিকার করে ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়লেন কুবরা। টাইগ্রেস ক্রিকেটে এর আগের রেকর্ডটি ছিল অধিনায়ক রুমানা আহমেদের। ২০ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। এবার তাকে পেছনে ফেললেন খাদিজাতুল কুবরা।
কক্সবাজারে ৯.৫ ওভারে ১ মেডেনসহ মাত্র ২০ রানে ৬ উইকেট নেন তিনি। অধিনায়ক রুমানা আহমেদ ৮ ওভারে ৩ মেডেনে ১৫ রান দিয়ে নেন ২ উইকেট।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সেরা ৫ বোলিং নৈপুন্য
বোলার সেরা বোলিং বিপক্ষ দল
খাদিজা তুল কুবরা ৬/২০ পাকিস্তান
রুমানা আহমেদ ৪/২০ ভারত
খাদিজা তুল কুবরা ৪/৩৩ দক্ষিণ আফ্রিকা
লতা মন্ডল ৪/৩৫ পাকিস্তান
খাদিজা তুল কুবরা ৪/৫৬ দক্ষিণ আফ্রিকা
Discussion about this post