ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ পর্যন্ত দুঃস্বপ্ন সঙ্গী হয়নি। যুব এশিয়া কাপের সেমিফাইনালের টিকিট পেয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অবশ্য শেষ চারে উঠা্র সুযোগটা নিজেদের হাতে ছিল না। কারণ অনেক সমীকরণের সামনে দাঁড়িয়েছিল তৌহিদ হৃদয়ের দল। অবশ্য নিজেরা গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে হারিয়ে পথটা পরিস্কার করে রেখেছিল। মঙ্গলবারের আরেক ম্যাচে শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হারতেই গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠে যায় জুনিয়র টাইগাররা।
‘বি’ গ্রুপের ম্যাচটিতে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ। মাত্র ৯২ রানের লক্ষ্যে নেমে ২৩২ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে দল। গ্রুপের আরেক ম্যাচে গ্রুপাকিস্তানকে ২৩ রানে হারিয়ে সেরা হয়েই শেষ চারে পা রাখল শ্রীলঙ্কান যুবারা। ২০১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেটে ১৭৭ রান করে পাকিস্তান।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে হংকংকে আগে ব্যাটিংয়ের পাঠান বাংলাদেশ অধিনায়ক তৌহিদ হৃদয়। তারপর টাইগার বোলাররা ৪৬.৫ ওভারে ৯১ রানে অলআউট করে হংকংকে। এরপর ১১.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা।
৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়েছে স্বাগতিক বাংলাদেশ। টানা তিন জয়ে ৬ পয়েন্ট শ্রীলঙ্কার।
বিকেএসপির তিন নম্বর মাঠে ‘এ’ গ্রুপের আফগানিস্তানকে ৫১ রানে হারিয়ে গ্রুপ সেরা হয় ভারত। ২২২ রানের জন্য নেমে ১৭০ শেষ আফগানরা।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিতে ভারতের সঙ্গে লড়বে তৌহিদ হৃদয়ের বাংলাদেশ। একই মাঠে পরের সেমিতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর-
হংকং অনূর্ধ্ব-১৯ দল: ৪৬.৫ ওভারে ৯১/১০ (হারপ্রিত ২, কালাহান ১৬, ওয়াজিদ ৫, আরশাদ ১০, গোরাওয়ারা ১৬, সোধি ১৩, ড্যানিয়েল ০, নসরুল্লাহ ১, হাসান খান ৫, মোহাম্মদ হাসান ৭*, রওনক ৫, শরিফুল ১/২২, মৃত্যুঞ্জয় ২/১৬, রকিবুল ২/১৭, মিজানুর ১/১৫, রশিাদ ৩/১১, শামিম ১/২)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ১১.২ ওভারে ৯২/৫ (তানজিদ ১৫, তৌহিদ ৫, শামিম ০, সাজিদ ৪, আকবর ২৫, মাহমুদুল ৩২*, শরিফুল ৪*; নসরুল্লাহ ৪/৩৯, হাসান খান ১/৫)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা : রিশাদ হোসেন
Discussion about this post