জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পারল না বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নায়ক মুশফিকুর রহীম একাই লড়ে গেলেন। কিন্তু এবার দল পেল না সাফল্য। ভারতের বিপক্ষে আরেকটি টি-টুয়েন্টি ম্যাচে হারের তিক্ত স্বাদ পেল টাইগাররা।
নিদহাস ট্রফিতে বুধবার বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে ফাইনালে উঠে গেল রোহিত শর্মার দল।
এখন তাদের সঙ্গী হবে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা। ১৬ মার্চ এই দুই দলের ম্যাচটি হয়ে গেল অঘোষিত সেমিফাইনাল। দুই দলেরই পয়েন্ট দুই। তবে রানরেটে এগিয়ে শ্রীলঙ্কানরা।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৬ রান করে ভারত। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৫৯ রানে তুলে বাংলাদেশ।
তামিম ইকবালও এদিন বেশ লড়েছেন। তবে লড়াইটা দীর্ঘ হল না। ৪ চার ও এক ছক্কায় ১৯ বলে ২৭ রানে আউট তিনি। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ২ চারে ৮ বলে ১১ রানে ফিরেন। তবে এই ম্যাচেও লড়েছেন মুশফিক। সঙ্গে সাব্বির রহমান সম্ভাবনা জাগালেও ফিরে যান ২ চার ও এক ছক্কায় ২৩ বলে ২৭ রানে।
মুশফিক শেষপর্যন্ত ৫৫ বলে ৭২ রানে অপরাজিত থাকেন। ৮ চার ও এক ছক্কার ইনিংসটি আক্ষেপ হয়েই থাকল। সত্যিকার অর্থে লিজেন্ডস অব রূপগঞ্জের এই তারকা হারেন নি, বুধবার হেরেছে বাংলাদেশ দল।
ভারতের হয়ে ২২ রানে ৩ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট নিয়েছেন চাহাল, শার্দুল ও সিরাজ।
এর আগে ব্যাট করতে নেমে রোহিত শর্মা একাই পুরো ২০ ওভারে ক্রিজে থাকেন। ইনিংসের শেষ বলে ৮৯তে রানআউট হয়ে থামে তার ৬১ বলের ইনিংস।
৪ ওভারে ২৭ রানে দুই উইকেট নেন রুবেল হোসেন।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ২০ ওভারে ১৭৬/৩ (রোহিত ৮৯, ধাওয়ান ৩৫, রায়না ৪৭, কার্তিক ২*; আবু হায়দার ০/৪৩, নাজমুল ০/২৭, রুবেল ২/২৭, মুস্তাফিজ ০/৩৮, মিরাজ ০/৩১, মাহমুদউল্লাহ ০/৯)
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৯/৬ (তামিম ২৭, লিটন ৭, সৌম্য ১, মুশফিক ৭২*, মাহমুদুল্লাহ ১১, সাব্বির ২৭, মিরাজ ৭, হায়দার ০*; সিরাজ ১/৫০, সুন্দর ৩/২২, ঠাকুর ১/৩৭, চেহেল ১/২১, শঙ্কর ০/২৮)
ফল: ভারত ১৭ রানে জয়ী
Discussion about this post