সৌম্য সরকার গল টেস্টের ২য় ইনিংস বোল্ড হয়ে কাণ্ড করে বসেন। আউট চ্যালেঞ্জ করে ডিআরএসের সাহায্য চান। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার ব্যাটসম্যানের এমন ঘটনার সমালোচনায় মাতল ভারতীয় মিডিয়া। এবেলা, সংবাদ প্রতিদিন থেকে শুরু করে বেশ কয়েকটি পত্রিকায় এনিয়ে প্রকাশিত হয়েছে প্রতিবেদন।
এবেলা লিখে, ডিআরএসের উদ্ভাবনের পর থেকে কোনও ব্যাটসম্যানই বোল্ড হয়ে ডিআরএস নেওয়ার ‘সাহস’ দেখাননি। তবে সৌম্য সরকার প্রথমবার এই ‘ঐতিহাসিক’ কাণ্ডটি ঘটালেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল ৪৫৬ রান। সেই রান তাড়া করতে নেমে ব্যাট করছিলেন বাংলাদেশি ওপেনার সৌম্য সরকার। ওপেনিং জুটিতে মোমিনুল হকের সঙ্গে ব্যাট করছিলেন তিনি। সেই সময়েই গুণরত্নের বলে বোল্ড হয়ে যান সৌম্য। আম্পায়ারও আউটের সিগন্যাল দিয়ে দেন। তবে নিজের উইকেট বাঁচাতে এতটাই মরিয়া ছিলেন সৌম্য যে, সঙ্গে সঙ্গেই ডিআরএস নিয়ে নেন।’
এবার দেখে নিন সেই ভিডিওটি-
https://youtu.be/HhZo6_s5XkM









Discussion about this post