এখনো কৈশোরের চঞ্চলতা এখনো মিলিয়ে যায়নি। টিনেজ সময়টা যখন উপভোগ করার কথা তখনই কীনা রীতিমতো ইতিহাস ছুঁয়ে ফেললেন তিনি। কোলওয়েন বের মাঠে গড়লেন সেই ইতিহাস। মাত্র উনিশ বছর বয়সী ইংলিশ ব্যাটসম্যান অ্যানায়রিন ডোনাল্ড ১৩৬ বলে ২৩৪ রান করেছেন। আর তাতেই এই তরুন ছুঁয়ে ফেলেছেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড।
আগের রেকর্ডটি ভারতীয় ব্যাটসম্যান রবি শাস্ত্রীর। যা তিনি করেন ১৯৬৫ সালে। ডোনাল্ডের মতো তিনিও ডাবল সেঞ্চুরি করতে খেলেন মাত্র ১২৩ বল। ১৯৮৫ সালে রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে বরোদার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন তিনি।
১৬টি প্রথম শ্রেণীর ম্যাচে ডোনাল্ড এর আগে করেন একটি সেঞ্চুরি। কিন্তু এবার বাজিমাত করলেন। ৮০ বলে পূর্ণ করেছেন সেঞ্চুরি। পরের ১০০ করতে খেলেছেন মাত্র ৪৩ বল। সেঞ্চুরি, দেড়শ’ ও ডাবল সেঞ্চুরি, সবগুলো মাইলফলকই ছক্কা মেরে ছুঁয়েছেন।
ওয়েলসের ক্রিকেটার ডোলাল্ড এই ইনিংসটি গ্লামারগনের হয়ে খেলেন। প্রতিপক্ষ ডার্বিশায়ার। ইংল্যান্ডের সাবেক অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ডোনাল্ড। এমন ইনিংস খেলে উচ্ছ্বসিত তিনি।
Discussion about this post