ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কথায় আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস! খেলায় ভারতের সঙ্গে বাংলাদেশ পারবে কীনা সেটা সময়ই বলে দেবে। তবে রোহিত শর্মা জীবন পেয়ে ঠিকই কাজে লাগালেন। অবশ্য তিনি এমনই। এর আগে বার্মিংহামের এজবাস্টনেই ইংল্যান্ডের বিপক্ষে শতরান পেয়েছিলেন তিনি। সেখানেও মাত্র ৪ রানে জীবন পেয়ে তুলে নেন শতক।
মঙ্গলবার বিশ্বকাপেরই লড়াইয়ে বাংলাদেশ ইনিংসের শুরুতেই জীবন দিল রোহিত শর্মাকে। এবারও ভুল করলেন না ভারতীয় এই ব্যাটসম্যান। তিন অঙ্কে পৌছে তবেই মাঠ ছাড়লেন। ভারতের এই ওপেনার যখন ৯ রানে তখন মুস্তাফিজুর রহমানের বলে তামিম ইকবাল ক্যাচ ড্রপ করেন। যা হাতে জমাতে পারতেন তামিম। কিন্তু হলো না!
এরপর সুযোগ কাজে লাগিয়ে ৪৫ বলে হাফসেঞ্চুরি করেন রোহিত। তারপর এক সময় তুলে নেন শতরান। বাঁচা মরার ম্যাচে ক্যাচ ড্রপের মাশুলই গুনল বাংলাদেশ। লোকেশ রাহুল ও রোহিশ শর্মা ওপেনিংয়ে তুলেন ১৮০ রান! ১০৪ রান করে সৌম্য সরকারের বলে ফেরেন রোহিত।
সাকিব আল হাসানের করা ২৯তম ওভারের শেষ বলে এক নিয়ে সেঞ্চুরি তুলেন রোহিত শর্মা। এবারের বিশ্বকাপে এটি চতুর্থ, ক্যারিয়ারের ২৬তম। ৯০ বলে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। এই সময়ে তার ব্যাট থেকে আসে ৬টি চার আর পাঁচটি ছক্কা।
Discussion about this post