বিশ্বের যে কোন প্রান্তে ফ্রাঞ্চাইজি লিগ মানেই সাকিব আল হাসানের ডাক নিশ্চিত। অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান এমন কী ওয়েয়স্ট ইন্ডিজের ঘরোয়া লিগের নিয়মিত মুখ এই অলরাউন্ডার।ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) ফের সুযোগ মিলল এই বাংলাদেশি তারকার। এবারো খেলবেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। তাকে ১ লাখ ১০ হাজার ডলার মানে ৮৮ লাখ ২৭ হাজার টাকায় রেখে দিচ্ছে তার পুরনো দল।
সাকিব ২০১৩ ও ২০১৬ সালে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছিলেন। প্রথমবার বল হাতে নিয়েছিলেন ১১ উইকেট।৬ রানে ৬ উইকেট নিয়ে ঝড় তুলে ছিলেন তিনি।
সিপিএলে গতবার জ্যামাইকা তালাওয়াসের হয়ে ১৩ ম্যাচে করেন ১৬০ রান। সর্বোচ্চ ছিল ৫৪ রান। আবার বল হাতেও সফল। তুলে নেন ১২ উইকেট। সে বছর ট্রফিও জিতে তার দল।
এবারের সিপিএল শুরু হচ্ছে ১ আগস্ট। শেষ ৯ সেপ্টেম্বর। শুক্রবার বার্বাডোজে হল এই আসরের খেলোয়াড় নিলাম। সেই ড্রাফটে সাকিব ছাড়া ছিলেন বাংলাদেশের আরো ৪ ক্রিকেটার- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়। কিন্তু তাদের টানেনি কোন ফ্রাঞ্চাইজি।
Discussion about this post