ফের পেছাল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। পূর্বনির্ধারিত সেই ৭ এপ্রিল নয়, নতুন সূচিতে জানা গেল ১২ এপ্রিল শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সেরা এই টুর্নামেন্ট। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানাল।
সিসিডিএম জানায় ১২ এপ্রিল থেকে দেশের তিনটি ভেন্যুতে গড়াচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সব চাইতে মর্যাদার আসর। ক্লাবে ক্রিকেটারদের নিবন্ধনসহ দলবদলের সব আনুষ্ঠানিকতা শেষ করতে ১০ এপ্রিল পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। এই নিবন্ধন চলবে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল ৫টা পর্যন্ত। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজ ও ইমার্জিং কাপের খেলোয়াড়দের সুযোগ করে দিতেই টুর্নামেন্ট শুরুর তারিখ পেছানো হল।
দেশসেরা ১২টি ক্লাবের অংশগ্রহনে আগামী ৭ এপ্রিল মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। বিকেএসপির দুটি ভেন্যুসহ ফতুল্লায় অনুষ্ঠিত হবে সবগুলো খেলা। লিগে প্রতি দল তিনজন পুলের খেলোয়াড়ের পাশাপাশি একজন করে বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে।
তবে বৃষ্টির দিনে এই আয়োজন কতোটা নির্বিঘ্নে হতে পারবে তা নিয়ে প্রশ্ন থেকেই গেল।
Discussion about this post