ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তৃতীয় ধাপের করোনা পরীক্ষার সুখবর নিয়েই বুধবার থেকে সেলফ কোয়ারেন্টিন থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটারেরা। এরপর থেকে গ্রুপ ভিত্তিক জিম সেশন শুরু করেছেন তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানরা। যা করতে পারায় উৎফুল্ল তারা। ব্যাপারটি সামাজিক যোগোযোগ মাধ্যমে ফেসবুকে জানিয়েছেন বাংলার টাইগাররা।
করোনার মধ্যে এবারই প্রথম বিদেশ সফরে গেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছার পর প্রথম দুদিন হোটেল রুমেই কেটেছে ক্রিকেটারদের। এমনকি একজনের সঙ্গে আরেকজনের দেখা করাও মানা ছিল। এরপরই কিছুটা হাঁটার সুযোগ পান তারা। তাতে অবশ্য মন ভরেনি তামিমদের। অবশেষে সাতদিন পর আজ থেকে গ্রুপ ভিত্তিক জিম সেশনের সুযোগ হয়েছে ক্রিকেটারদের। এজন্য দারুণ খুশি তারা। তারই চিত্র দেখা যাচ্ছে সামাজিক যোগযোগমাধ্যমে। সতীর্থদের সঙ্গে জিম করার মুহূর্ত ফেসবুকে শেয়ার করেছেন তারা।
দুই পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ নাঈমের সঙ্গে ছবি পোস্ট করে আফিফ হোসেন লিখেছেন, ‘কোয়ারেন্টিনের দীর্ঘ সময় পর ভালো সেশন। জিম টাইম।’
এদিকে ফেসবুকে নাঈম লিখেছেন, ‘সাত দিনের কোয়ারেন্টিন শেষে জিমে ফেরা। সবকিছু ঠিকঠাক চলছে।’
নিউজিল্যান্ড সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২০ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে লড়াইয়ে নামবে বাংলাদেশ। সিরিজের পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। এরপর আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি টি-টোয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল।
Discussion about this post