দুর্দান্ত ছন্দে ছিল বাংলাদেশ দল। হ্যাঁ ছিল শব্দটাই বলতে হচ্ছে। কারণ ছন্দপতন হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। রোববার দল ৫২ রানের বড় ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। দুই ম্যাচ জয়ের পর হার। সবচেয়ে বড় কথা দল অলআউট হয়েছে ৭৬ রানে। তবে দ্রুত ৭৬ দুঃস্বপ্ন ভুলে পরের ম্যাচেই জয়ে ফিরতে চাইছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে এতো কম রানে অলআউট হয়ে ভেঙে পড়ছে না দল। টি-টুয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন রান আর দেশের মাঠে সর্বনিম্নর এই লজ্জা কাটিয়ে উঠতে জয় চায় দল। বুধবার সিরিজের চতুর্থ ম্যাচ। এটি জিতলেই সিরিজ টাইগারদের।
তার আগে তৃতীয় টি-টুয়েন্টি নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘দেখুন তাদের ১৩০ রানের মধ্যে আটকে রেখে বোলাররা দারুণ করেছে। আমরা ব্যাটিংয়ে শুরুটা ভালো করেছিলাম। কিন্তু সেই শুরু ধরে রাখতে পারিনি। ঝাঁক ধরে উইকেট হারিয়েছি। আশা করি আমরা ঘুরে দাঁড়াব। আরও শক্তভাবে ফিরব। এমনিতে আমাদের মিডল অর্ডার ভালো ব্যাট করছে। টপ অর্ডার গত ম্যাচে এবং আজকেও ভালো করেছে। আজকে যেখানে ঘাটতি ছিল, তা হলো জুটি। আশা করি আমরা ইতিবাচক দিকগুলো নিতে পারব এবং দেখব কোথায় কাজ করতে হবে আমাদের।’
সিরিজ জয়ে চোখ দলের। রিয়্দ বলেন, ‘আমরা এখনও এগিয়ে। দুটি ম্যাচ এখনও বাকি। পরের ম্যাচ জিতে আমরা সিরিজ জয়ের চেষ্টা করব।’
ম্যাচটি ছিল টি-টুয়েন্টিতে রিয়াদের শততম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টি-টুয়েন্টি খেলার রেকর্ড গড়লেন তিনি। বাংলাদেশের হয়ে রিয়াদের পরই আছেন মুশফিকুর রহিম (৮৯) ও সাকিব আল হাসান (৮৭)।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এর আগে ১০০তম ম্যাচ খেলেন আরও ৭জন ক্রিকেটার। এই তালিকায় মাহমুদল্লাহ অষ্টম। তার আগে এই এই কীর্তি গড়েন শোয়েব মালিক (১১৬), মোহাম্মদ হাফিজ (১১৩), রোহিত শর্মা (১১১), এউইন মরগান (১০৭), কেভিন ও ব্রায়েন (১০৩), মার্টিন গাপটিল (১০২) ও রস টেলরের (১০২)।
Discussion about this post