আরো একটা মাইলফলক স্পর্শ করার হাতছানি ছিল সাকিব আল হাসানের সামনে। শনিবার মাত্র ২৯ রান তুললেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এক হাজারি রানের ক্লাবে পা রাখতেন তিনি। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক প্রথম দিন সেটা তুলতে পারলেন না।
শনিবার বিপিএলের উদ্বোধনী দিন টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ডায়নামাইটস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তার ব্যাট থেকে আসে ২৩ রান। সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচে ১৭তম ওভারে লিয়াম প্লাঙ্কেটের বলে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন সাকিব। তার আগে ২১ বলে একটি বাউন্ডারিতে ২৩ রান করেন তিনি।
৬ রানের জন্য ১ হাজারি ক্লাবে নাম লেখানোর সুযোগ হাতছাড়া হয়। রোববারই হয়তো সেটা করে ফেলবেন সাকিব। এদিন খুলনার সঙ্গে লড়বে তার দল।এই ম্যাচে নামার আগে ৯৭১ রান করতে ৪৮টি ম্যাচ (৪৭ ইনিংস) খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আর ম্যাচটাতেও এদিন হেরেছে সাকিবের দল ঢাকা ডায়নামাইটস। নতুন ফ্রাঞ্চাইজির সিলেট প্রথম ম্যাচেই ৯ উইকেটের জয় তুলে নিল।
Discussion about this post