জ্যৈষ্ঠের শেষদিকে এসে আকাশ কাঁদছেই। বলা কওয়া নেই নেমে আসছে নেমে আসছে অঝোর ধারা। এরমধ্যেই চলছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। টি-টুয়েন্টির লড়াই এবার। যেখানে মঙ্গলবার বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচ হলো ৬ ওভারে। সংগতভাবেই চার-ছক্কার খেলা চলল। যেখানে ইমরান উজজামান ও শামীম হোসেন দাপট দেখালেন।
সাভারের বিকেএসপিতে এই দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে প্রাইম দোলেশ্বর গড়ে বড় পুঁজি। এরপর আর পাত্তা পায়নি সাকিব আল হাসানের মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের বিপক্ষে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব জিতলো ২২ রানে। বৃ্ষ্টিবিঘ্নিত ৬ ওভারে প্রাইম দোলেশ্বর তোলে ৭৮ রান। মোহামেডান তুলে ৫৬।
প্রথম তিন ম্যাচে জয়ের পর মোহামেডান হারল টানা দুই ম্যাচে। পাঁচ ম্যাচ খেলেও অপরাজিত দোলেশ্বর ধরে রাখল শীর্ষস্থান।
ম্যাচে ২ চার ও ৫ ছক্কায় ১৪ বলে ৪১ রান করেন ইমরান। শামীম অপরাজিত ১ চার ও ২ ছক্কায় ১৬ বলে ২৯ রানে। সাকিব-তাসকিন কেউ পাত্তা পাননি তাদের কাছে।
এরপর পারভেজ হোসেন ইমনের সঙ্গে শুভাগত হোম শুরু করেন। কিন্তু মোহামেডানের দুই ওপেনারই ‘গোল্ডেন ডাক।’ তারপর সাকিব ও নাদিফ চৌধুরিও করেন হতাশ। ১৪ বলে ২২ রানে আউট হন সাকিব। নাদিফ ১৬ রান তুলেন ১১ বলে।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম দোলেশ্বর: ৬ ওভারে ৭৮/৪ (ইমরান ৪১, শামীম ২৯*, ফরহাদ রেজা ০, সাইফ ২, ফজলে মাহমুদ ০, শরিফউল্লাহ ০*; তাসকিন ১-০-১৮-০, সাকিব ২-০-২৭-১, রুয়েল ২-০-২৪-১, আবু জায়েদ ১-০-৪-২)।
মোহামেডান: ৬ ওভারে ৫৬/৪ (পারভেজ ০, শুভাগত ০, সাকিব ২২, নাদিফ ১৬, ইরফান ১১*, মাহমুদুল ১*; শফিকুল ২-০-২২-৩, রেজাউর ২-০-১৯-১, কামরুল ২-০-১৪-০)।
ফল: প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ২২ রানে জয়ী।
ম্যাচসেরা: ইমরান উজজামান।
Discussion about this post