ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের ম্যাচ থেকেই ক্ষণগণনা শুরু হয়েছিল। কিন্তু শনিবারই যে ৬০০ উইকেটের দেখা পাবেন আবদুর রাজ্জাক তা হয়তো নিজেও ভাবেননি তিনি। তবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে রংপুর বিভাগের মুখোমুখি হয়ে এ বাঁহাতি প্রয়োজনীয় ৬ উইকেট নিয়ে অন্যান্য মাইলফলকটি ছুঁয়ে ফেলেন।
রবিবার প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৯৪ উইকেট নিয়ে খেলতে নেমেছিলেন রাজ্জাক। ম্যাচের প্রথম দিনেই বাকি ৬ উইকেট নিয়ে পৌঁছে যান মাইলফলকে। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৬০০ উইকেট নেওয়ার রেকর্ড এখন তার দখলে।
বাংলাদেশের প্রথম বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার রেকর্ডও রাজ্জাকের। শুধু তাই নয় দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে তিনিই সর্বোচ্চ উইকেটশিকারি। তারপরই ৪৭৭ উইকেট নিয়ে রয়েছেন এনামুল হক জুনিয়র।
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট
আব্দুর রাজ্জাক ৬০০*
এনামুল হক জুনিয়র ৪৭৭*
মোহাম্মদ শরীফ ৩৯৩
মোশাররফ হোসেন ৩৯২
সাকলাইন সজীব ৩৬১
Discussion about this post