ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনা সঙ্কটে অসহায়দের পাশে দাঁড়াল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। দেশব্যাপী সাবেক, বর্তমান ক্রিকেটার ও ক্রিকেট পরিবারের মধ্যে ১৭ লাখ ৩ হাজার টাকার আর্থিক সহায়তা আর রাজধানীতে বসবাসরত ৬০০ অসহায় পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
করোনা মোকাবিলায় দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটার, সংগঠক ও ক্রিকেটপ্রেমীদের নিয়ে আর্থিক তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছিল কোয়াব। তারই ধারাবাহিকতায় রোববার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম সংলগ্ন বিসিবি একাডেমি মাঠে জড়ো হয়েছিলেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সেখানেই দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটার, সংগঠক, কোচ, আম্পায়ার, স্কোরার, গ্রাউন্ড স্টাফ, টিম বয়সহ ক্রিকেট পরিবারের ৩৯৬ জনকে সর্বমোট ১৭ লাখ ৩ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। একই সঙ্গে ঢাকায় বসবাসরত অসহায়-দুস্থ ৬০০ পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এই তথ্য দিয়েছেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল।
করোনা সঙ্কটে কোয়াবের প্রচেষ্টা’ নামক এই সহায়তা কার্যক্রমে রোববার উপস্থিত ছিলেন কোয়াবের সভাপতি নাঈমুর রহমান দুর্জয় এমপি, সহ-সভাপতি খালেদ মাহমুদ সুজন, আতহার আলী খান, হাবিবুল বাশার সুমন, সানোয়ার হােসেন, সেলিম শাহেদ, হাসিবুল হােসেন শান্ত, মােহাম্মদ আলী, আহসান উল্লাহ হাসান, জি এম ফয়সাল রবিন, জামাল বাবুসহ অনেকেই। আর্থিক সহায়তা পাওয়াদের নাম ও পরিচয় যথাসম্ভব গােপন রাখতে কোয়াবের পক্ষ থেকে সর্বোচ্চ তৎপরতা ও সতর্কতা গ্রহণ করা হয়।
Discussion about this post