সেই রবিচন্দ্রন অশ্বিনের কাছেই হার মানলেন সাকিব আল হাসান। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডারের জায়গা হারিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার।এবার মাত্র ৫ দিন শীর্ষে থাকলেন তিনি।অবশ্য গল টেস্টে ব্যর্থতাই পেছেন ফেলে দিয়েছে সাকিব আল হাসানকে। শ্রীলঙ্কার বিপক্ষে গলে দুই ইনিংসে তার ব্যাটে ২৩ ও ৮। বল হাতে তিনটি উইকেট।
তাইতো হারান ৩৮ রেটিং পয়েন্ট। এ অবস্থায় সাকিব ৪০৩ পয়েন্ট নিয়ে আছেন দুই নম্বরে। অশ্বিনের রেটিং পয়েন্ট ৪৩৪। রবিন্দ্র জাদেজা ৩৬০ রেটিং পয়েন্ট নিয়ে নিয়ে আছেন তিনে।
এদিকে সৌম্য সরকার আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ২৫ ধাপ! গল টেস্টে ৭১ ও ৫৩ রানের দুটি ইনিংসের পর এখন তিনি আছেন ৫৫ নম্বরে।মুশফিকুর রহীম আছেন ২৯ নম্বরে। বোলিংয়ে প্রথম ইনিংসে চার ও দ্বিতীয় ইনিংসে দুই উইকেট নিয়ে মেহেদী হাসান মিরাজ এখন ৩৬ নম্বরে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে সেই স্টিভেন স্মিথ। এরপরই কেন উইলিয়ামসন। তারপরই জো রুট ও বিরাট কোহলি।
Discussion about this post