এক পর্যায়ে মনে হচ্ছিল ১৯৫৫ সালের সেই স্মৃতি বুঝি আবারো ফিরে আসছে। সে বছর মার্চে টেস্ট ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের এক ইনিংসে ২৬ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। টেস্টের সর্বনিম্ন রান এটিই। টিম সাউদির ইয়র্কারে আউট হয়ে মঈন আলী যখন সাজঘরের পথ ধরেন তখন ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ২৩। প্রায় ৬৩ বছর পর অকল্যান্ড টেস্টে লজ্জাটা বৃহস্পতিবার ইংল্যান্ডকে ফিরিয়ে দিতে যাচ্ছিল কিউইরা। তবে সেই লজ্জায় না পড়লেও ৫৮ রানে অলআউট দলটি।
নয় নম্বরে নেমে ক্রেইগ ওভারটনের ২৫ বলে ৩৩* রান করলে লজ্জা থেকে মুক্তি পায় জো রুটের দল। দিবা-রাত্রির টেস্টে নিজেদের ষষ্ঠ সর্বনিম্ন রানে অলআউট ইংল্যান্ড। শেষ জুটিতে আসে ৩১ রান। বাকি ৯ উইকেট জুটিতে ২৭! বিস্ময়কর!
ইংল্যান্ডের ইনিংসে ডাক মেরেছেন পাঁচজন! আর নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট ৩২ রানে ৬ উইকেট নিয়েছেন। ২৫ রানে ৪ উইকেট নেন আরেক পেসার টিম সাউদি। টেস্ট ইতিহাসে এ নিয়ে ১৫ বারের মতো দুজন বোলার গুটিয়ে দিলেন প্রতিপক্ষকে।
Discussion about this post