ক্যারিয়ারের সেরা ছন্দেই কি আছেন তিনি? অবশ্য এটাও বলা যায় টেস্টে পা দেওয়ার পর থেকেই দারুণ খেলে যাচ্ছেন ফাওয়াদ আলম। এবার জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি পেলেন। আর তাদেই অনন্য এক উচ্চতায় পাকিস্তানের এই ব্যাটসম্যান। ইতিহাস জানাচ্ছে ৫৬ বছরের পুরনো এক রেকর্ড স্পর্শ করণে ফাওয়াদ।
শুক্রবার ফাওয়াদ ধৈর্য্যের অনন্য দৃষ্টান্ত দেখালেন। এক প্রান্ত আগলে খেলে গেলেন তিনি। তার পথ ধরে ৭২ বলে করেন অর্ধশতক। সেঞ্চুরিঅআসে ১৪৩ বলে। একইসঙ্গে পরিসঙখ্যান জানিয়ে দেয়- শেষ পাঁচ ইনিংসে এবার নিয়ে তৃতীয় সেঞ্চুরির দেখা পেলেন ফাওয়াদ।
টেস্ট ক্যারিয়ারে ফিফটি করার আগে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডের তালিকাতে নাম লেখালেন এই পাকিস্তানি ব্যাটসম্যান। ফাওয়াদ তার ক্যারিয়ারের প্রথম চারটা ফিফটিকেই বানালেন সেঞ্চুরি। ক্যারিয়ারের শুরুতে ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পেরেছেন মাত্র চারজন। এরমধ্যে শেষ এসেছিল ১৯৬৬ সালে। এগিয়ে আছেন মাত্র দু’জন- জর্জ হ্যাডলি ও এভারটন উইকস। যারা নিজেদের ক্যারিয়ারের প্রথম অর্ধশতককে শতকে রূপ দেন যথাক্রমে ৬ ও ৫ বার।
ক্যারিয়ারের প্রথম চার ফিফটিকে সেঞ্চুরি বানিয়েছেন যারা
ব্যাটার দল সেঞ্চুরি সংখ্যা মৌসুম
জর্জ হ্যাডলি ওয়েস্ট ইন্ডিজ ৬ ১৯৩০-৩১
এভারটন উইকস উইন্ডিজ ৫ ১৯৪৮
নিল হার্ভে অস্ট্রেলিয়া ৪ ১৯৪৮-৫০
পিটার পারফিট ইংল্যান্ড ৪ ১৯৬২
জন এডরিচ ইংল্যান্ড ৪ ১৯৬৪-৬৬
ফাওয়াদ আলম পাকিস্তান ৪ ২০০৯-২০২১
Discussion about this post