বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) ফের আলোচনায়। দীর্ঘদিন ধরে অ্যাডহক কমিটির অধীনে পরিচালিত এই সংগঠন অবশেষে নির্বাচনের পথে হাঁটছে। আগামী ৪ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে ভোটের দিন। ভোটার হতে হলে ২১ আগস্টের মধ্যে নিবন্ধন করতে হবে ক্রিকেটারদের।
শুক্রবার আয়োজিত কোয়াব মিলনমেলায় এক ছাদের নিচে বসেছিলেন জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। আড্ডা, স্মৃতিচারণ আর নৈশভোজে জমে ওঠে সন্ধ্যা। নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ আর সাবেক ক্রিকেটার–বর্তমান আম্পায়ার সাথিরা জাকির জেসির উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও বর্ণিল করে তোলে।
তবে উৎসবের ভেতরেই শোনা যায় ভিন্ন সুর। নারী ক্রিকেটাররা প্রকাশ করেন ক্ষোভ। তাদের অভিযোগ—কোয়াবের কার্যক্রমে তারা যথাযথ গুরুত্ব পান না, বরং অনেক জায়গায় বৈষম্যের শিকার হন।
এবারের নির্বাচনে সভাপতি পদে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনো নিশ্চিত নয়। তবে ক্রিকেট মহলে জোর গুঞ্জন, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে দেখা যেতে পারে এই পদে। বর্তমান আহ্বায়ক সেলিম শাহেদ দেশের বাইরে থাকায় মিলনমেলায় অনুপস্থিত ছিলেন। তার নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির অধীনেই অনুষ্ঠিত হবে এই বহুল আলোচিত নির্বাচন।
Discussion about this post