ঘরোয়া ক্রিকেট এখনো উত্তাল। ৪ বলে ৯২ রান দেওয়ার ঘটনার রেশ শেষ হয়নি এখনো। যদিও দিন আগেই ‘দোষীদের’ শাস্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু তা নিয়েও বিতর্ক চলছেই। লালমাটিয়া ক্লাবের দলের বোলার সুজন মাহমুদ নিষিদ্ধ ১০ বছর। সেই দলটির অধিনায়ক ফয়সাল নিষিদ্ধ হয়েছেন ৫ বছরের জন্য।
এই নিষেধাজ্ঞার পর থেকেই নিজেকে নির্দোষ দাবি করছেন তিনি। তিনি নাকি এমন কিছু ঘটতে পারে জানতেনই না। যে কারণে বিসিবির কাছে শাস্তি কামানোর আবেদনের সঙ্গে ক্ষমা চেয়েছেন ফয়সাল।
রোববার বিসিবিতে পাঠানো আর্জিতে তিনি বলেন, ‘দেখুন আমি একদিনের অধিনায়ক ছিলাম। হঠাৎ করেই আমাকে নেতৃত্বে নেয়া হয়। তাই কিছুই জানতাম না। তাছাড়া আমার নিয়ন্ত্রণে কিছু ছিল না। বোলারকে বলেছিলাম, সে আমার কথা শোনেনি। ওভার শেষ হলে বোলার পরিবর্তন করা যায়। ওভার শেষ না হলে তো পরিবর্তন করা যায় না। আমারো কিছুই করার ছিল না।’
ফয়সাল আরো বলেন, ‘এখানে আসার উদ্দেশ্য একটাই, যেহেতু আমি কিছু জানতাম না, জড়িত নই। বোর্ড যেন আমাকে ক্ষমা করে। খেলা চলার সময় আমি নিজেও বুঝতে পারিনি, এত বড় কিছু হয়ে যাবে।’
বলা দরকার ১১ এপ্রিল সিটি ক্লাব মাঠে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ম্যাচে এক্সিওম ক্রিকেটার্সের বিপক্ষে ৪ বলে ৯২ রান নেন লালমাটিয়া ক্লাবের বোলার সুজন মাহমুদ। পক্ষপাত দুষ্ট আম্পায়ারিংয়ের প্রতিবাদ জানাতেই এমনটা করেন তিনি। যদিও বিসিবি আম্পায়ারদের লঘু শাস্তি দিয়েছে। মাত্র ৬ মাসের জন্য নিষিদ্ধ তারা!
Discussion about this post