নেপালের বিপক্ষে বিপক্ষে জয়ের রেশ মিলিয়ে না হতেই রীতিমতো বিধ্বস্ত হল বাংলাদেশের নারীরা। মেয়েদের টি-টুয়েন্টি এশিয়া কাপে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের কাছে লজ্জাজনকভাবে হেরেছে রুমানা আহমেদের দল।
বুধবার ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে অনুষ্ঠিত ম্যাচে টাইগ্রেসদের ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তানের মেয়েরা।
ম্যাচে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারের ২৭ বল আগেই বাংলাদেশের মেয়েরা ৪৪ রানে অলআউট হয়ে যায়। টস জিতে ব্যাট করতে নেমে ২৭ রানেই ৯ উইকেট হারায় টাইগ্রেসরা। শেষ পর্যন্ত জাহানারা আলম অপরাজিত ১২ রারন করলে ৪৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। রুমানা আহমেদ করেন ১১ রান। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্গে পৌঁছাতে পারেনি। দুঃখজনক হলেও সত্য- যা কীনা নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ইনিংসের রেকর্ড!
৫ রান দিয়ে তিন উইকেট নেন পাকিস্তানের অধিনায়ক সানা মির।
এরপর জবাব দিতে নেমে ১ উইকেটে ৯.৫ ওভারে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
ভারতের কাছে ৬৪ রানে হারে বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হয়েছিল। স্বাগতিক থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে প্রথম জয় পায় দল। এরপর নেপালকে ৯২ রানে হারিয়ে উচ্ছাসে ভাসে টাইগ্রেসরা।
Discussion about this post