বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ৫০ ওভারের টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুম শুরু হচ্ছে আগামী ৩ মার্চ। এর আগে ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দলবদল প্রক্রিয়া।
গত কয়েক মৌসুমের মতো এবারও ক্লাবগুলো সরাসরি চুক্তির মাধ্যমে ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে। তবে রাজনৈতিক পরিবর্তনের প্রভাব পড়েছে দল ও কোচিং স্টাফেও।
গত মৌসুমের ধারাবাহিকতায় এবারও ঢাকা প্রিমিয়ার লিগে কোনো বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ পাচ্ছে না। ফলে ঘরোয়া তারকারাই নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন। লিগের ম্যাচগুলো তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে- মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এবং বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ।
এবারের আসরে ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে-লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, , মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব এবং পারটেক্স স্পোর্টিং ক্লাব।
গত আসর থেকে সিটি ক্লাব ও গাজী টায়ার ক্রিকেট ক্লাব অবনমিত হয়ে প্রথম বিভাগে নেমে গেছে। এবার নতুন দল হিসেবে প্রিমিয়ারে খেলবে গুলশান ক্রিকেট ক্লাব।
Discussion about this post