ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একটা সময় ছিল তার ব্যাট হাতে নামা মানেই চার-ছক্কার ঝড়। টি-টুয়েন্টি ক্রিকেটে তার আলাদা একটা কদরও ছিল। কিন্তু সেরা সময়টা পেছনে ফেলে এসেছেন শহিদ আফ্রিদি। এখন আর তার ব্যাট তেমন করে কথা বলে না। তারপরও তারকা খ্যাতি বলে কথা। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ঠিকই ডাক মেলে তার।
এই যেমন এখন খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। দলের প্রথম ম্যাচে শহিদ আফ্রিদি সুযোগ পেয়েই বাজিমাত। অ্যান্টিবডি পরীক্ষা করিয়ে নাটকীয়ভাবে নামলেন মাঠে। সেই ম্যাচে নেমেই ৩ বছর ৩ মাস পর টি-টুয়েন্টিতে পেলেন হাফসেঞ্চুরি।
শুক্রবার এলপিএলে জাফনা স্ট্যালিয়ন্সের বিপক্ষে গল গ্ল্যাডিয়টর্সের হয়ে ২৩ বলে ৫৮ রান তুলেন আফ্রিদি। ৬ ছক্কায় এই ইনিংস সাজান তিনি। টি-টুয়েন্টিতে ফিফটি পেলেন৬৩ ম্যাচ পর!
সবশেষ ২০১৭ সালের ২২ আগষ্ট ইংল্যান্ডের টি-টুয়েন্টি ব্লাস্টে হ্যাম্পশায়ারের হয়ে ডার্বিশায়ারের বিপক্ষেকরেন ৪৩ বলে ১০১ রান। তার টি-টুয়েন্টিতে এটিই তার প্রথম ও এখনও পর্যন্ত একমাত্র সেঞ্চুরি।
টি-টুয়েন্টিতে সব মিলিয়ে ৩২০ ম্যাচে ১ সেঞ্চুরির সঙ্গে আফ্রিদির ফিফটি মাত্র ১০টি। ৪৩৮০ রান করেন ১৮.৫৪ গড়।
৪০ বছর বয়সী আফ্রিদি এই আসরে গল দলকে নেতৃত্ব দিচ্ছেন। এদিন বল হাতে ৪ ওভারে ২০ রানে উইকেটশূন্য তিনি। জিততে পারেনি তার দলও।
Discussion about this post