হাতে সময় বেশি নেই। আসছে ১৭ অক্টোবর শুরু টি-টুয়েন্টি বিশ্বকাপ। এই মিশনে ৩ অক্টোবর সকালে ওমানের উদ্দেশে যাত্রা করবে মাহমুদউল্লাহর দল। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপে ওমানে প্রথম রাউন্ডে মাহমুদউল্লাহ রিয়াদরা খেলবে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। গ্রুপ পর্ব এই পর্ব পেরোলেই সংযুক্ত আরব আমিরাতে পরবর্তী পর্ব।
বাংলাদেশের ক্রিকেটারা ছুটি কাটিয়ে মাঠে ফিরবেন ১ অক্টোবর। এদিনই বিশ্বকাপের ফটোসেশনে অংশ নেবেন তারা। পরের দিন করোনা টেস্ট। করোনা নেগেটিভ হওয়া ক্রিকেটাররা ৩ অক্টোবর রাতে ওমানের বিমানে উঠবেন।
ওমানে পৌঁছেএকদিনের রুম কোয়ারেন্টাইন। তারপর অনুশীলনের জন্য চারটি সেশন পাবেন মাহমুদউল্লাহরা। ওমানে চারদিনের অনুশীলন শেষে ৯ অক্টোবর আরব আমিরাত যাবে। সেখানে একদিনের কোয়ারেন্টিন শেষে ১১ অক্টোবর আবার শুরু করবে অনুশীলন। ১২ অক্টোবর শ্রীলঙ্কা এবং ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি খেলে পরদিন ফের ওমানে ফিরবে বাংলাদেশ দল।
১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদশের বিশ্বকাপ মিশন। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচ। ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়াই।
ওমানে প্রথম পর্বে আট দল দুই গ্রুপে ভাগ হয়ে মাঠে নামবে। এখানে শীর্ষ ও রানার্স-আপ সুযোগ পাবে সুপার-১২ রাউন্ডে। এখানে খেলে সংযুক্ত আরব আমিরাত মিশন।
‘বি’ গ্রুপের বাংলাদেশ ও ‘এ’ গ্রুপের শ্রীলঙ্কাকে সুপার-১২ নিশ্চিত করতে প্রথম পর্ব পেরিয়ে আসতে হচ্ছে। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন সুপার-১২ রাউন্ডে যাবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের গ্রুপ-২-এ। রানার্স-আপ হলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের গ্রুপ-১-এ।
আইসিসি একটা ধারা যোগ করেছে- যেখানে বলা আছে, বাংলাদেশ প্রথম কিংবা দ্বিতীয় যাই হোক, তাদেরকে ধরা হবে ‘বি’ গ্রুপের সেরা (বি-১)। গ্রুপ ‘এ’ তে থাকা শ্রীলঙ্কার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে গ্রুপের শীর্ষ বাছাই ধরা হচ্ছে।
টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকার, নুরুল হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মেহেদী হাসান, শামীম হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।
স্ট্যান্ডবাই: রুবেল হোসেন, আমিনুল ইসলাম।
Discussion about this post