আগের দিন স্বপ্নের মতো ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। মনে হচ্ছিল চট্টগ্রাম টেস্টে বড় সংগ্রহ গড়তে যাচ্ছে মুমিনুল হকের দল। কিন্তু শনিবার টেস্টের দ্বিতীয় দিনেই হতাশ করা পারফরম্যান্স। আগের দিন শেষ দুটি সেশনে দারুণ ব্যাটিং করা টাইগাররা এবার অলআউট এক সেশনেই। ৭৭ রান তুলতে শেষ বাকি ৬ উইকেট। ১ম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে ৩৩০ রানে থামল বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২১ রানের মধ্য দুই ফর্মে ফেরা ব্যাটসম্যানের সঙ্গে ইয়াসির আলি চৌধুরিকে হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। এরপর মেহেদী হাসান মিরাজ কিছুটা লড়লেন। তার ব্যাটে দল তিনশ রান পেরোয়। ৬ চারে ৬৮ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন মিরাজ।
সব মিলিয়ে শনিবার টেস্টের দ্বিতীয় দিন হাসান আলীর দারুণ বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে দিন শুরু করে স্বাগতিকরা অলআউট ৩৩০ রানে। পাকিস্তানের পেসার হাসান একাই তুলেন ৫ উইকেট। দিনের শুরুতেই সেঞ্চুরিয়ান লিটন এলবিডব্লিউ হয়ে আউট। ১১৪ রানে ফেরেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়া এই ব্যাটসম্যান।
অভিষিক্ত ইয়াসির আউট হলেন হাসানের বলে। মুশফিক আউট ফাহিম আশরাফের বলে। তারপর কিছুটা লড়াই করেন তাইজুল-মেহেদি। তাইজুলকে ফেরান শাহীন শাহ আফ্রিদি। এরপর আবু জায়েদ রাহিকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন মেহেদি। কিন্তু রাহি ফিরে যান ৮ রানে। আর ৬টি চারের মারে ৬৮ বলে ৩৮ রান নিয়ে অপরাজিত ছিলেন মিরাজ।
এর আগে শুক্রবার টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাটিং করতে নেমে ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তখন জুটি বাধেন মুশফিক-লিটন। দুজনের ২০৬ রানের জুটি ভাঙে শনিবার সকালে। একটুর জন্য শতক পাননি মুশফিক। ফেরেন ৯১ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন শেষে ২৫৩/৪) ১১৪.৪ ওভারে ৩৩০ (মুশফিক ৯১, লিটন ১১৪, ইয়াসির ৪, মিরাজ ৩৮, তাইজুল ১১, আবু জায়েদ ৮, ইবাদত ০; আফ্রিদি ২৭-৮-৭০-২, হাসান ২০.৪-৫-৫১-৫, ফাহিম ১৪-২-৫৪-২, সাজিদ ২৭-৫-৭৯-১, নুমান ২৬-৬-৬২-০)।
Discussion about this post