ধৈর্যের বাধ শেষ পর্যন্ত ভেঙ্গেই গেল তার। জাতীয় দল বাদ পড়তে পড়তে ক্লান্ত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডোয়েন স্মিথ অবসর নিয়ে ফেলেন। আর ঘোষণার একদিন পরই ঝড় উঠল তার ব্যাটে। রীতিমতো বিস্ময়কর কীর্তি গড়লেন। হংকং টি টুয়েন্টি টুর্নামেন্ট ব্লিটজ ক্রিকেটে দ্রুততম শতরান করলেন এ ক্যারিবিয়ান ব্যাটসম্যান।
মাত্র ৩১ বলে শতরান তার ব্যাটে। ছিল ৭ বাউন্ডারি ও ১৩টি ওভার বাউন্ডারি।
টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটি অন্যতম দ্রুততম সেঞ্চুরি। ৩০ বলে সেঞ্চুরির রেকর্ড আছে তারই স্বদেশী ক্রিস গেইলের। যা তিনি করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। বৃহস্পতিবার স্মিথ শেষ পর্যন্ত ৪০ বলে ১২১ রানে অপরাজিত থাকেন।
ম্যাচে সিটি কায়টাক প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৯৯ করে। এরপর স্মিথের দাপটে ভর করে কোলুন ক্যান্টার্স ১৫ ওভারেই পৌঁছে যায় জয়ের বন্দরে।
Discussion about this post