তিন দিনব্যাপী বিশেষ ব্যাটিং স্কিল উন্নয়ন কর্মশালা শেষে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে শুরু হয়েছে লেভেল থ্রি কোচিং কর্মশালা। পাঁচ দিনব্যাপী এই কর্মশালায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলের ৩০ জন স্থানীয় কোচ।
অংশগ্রহণকারীদের মধ্যে একমাত্র নারী প্রতিনিধি হিসেবে আছেন সাবেক জাতীয় নারী দলের ক্রিকেটার এবং বর্তমানে মালদ্বীপ নারী জাতীয় দলের প্রধান কোচ ফাতেমা তুজ জোহরা।
১৫ থেকে ১৯ সেপ্টেম্বর চলা এই কর্মশালার লক্ষ্য হলো স্থানীয় কোচদের দক্ষতা বৃদ্ধি করা। বিসিবির সভাপতি আমিনুল ইসলামের তত্ত্বাবধানে সাজানো প্রশিক্ষক প্যানেলে রয়েছেন আন্তর্জাতিক ও স্থানীয় কোচিং বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক প্রশিক্ষকদের মধ্যে রয়েছেন রস টার্নার, অ্যালান ক্যাম্পবেল, জেফ লসন ও নাতাশা ক্যাম্পবেল। স্থানীয় প্রশিক্ষকদের মধ্যে রয়েছেন বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ। তাত্ত্বিক পাঠের পাশাপাশি মাঠভিত্তিক ব্যবহারিক অনুশীলনেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
কর্মশালার প্রথম দিন আন্তর্জাতিক প্রশিক্ষক রস টার্নার বলেন, ‘বাংলাদেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতামূলক রাখতে হলে অবকাঠামো, দক্ষ কোচ এবং সুশাসন এই তিনটি বিষয় অত্যন্ত জরুরি। শুধু ঢাকাই নয়, চট্টগ্রাম ও সিলেটের সুবিধাও সমান গুরুত্বপূর্ণ। পাশাপাশি অনুপ্রেরণাদায়ী কোচ দরকার, যারা নিজেদের ক্রমাগত উন্নত করবে।’
কোচদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘শেখার কোনো শেষ নেই। যত বেশি অভিজ্ঞতা হবে, শেখার প্রয়োজন ততই বাড়বে।’
Discussion about this post