বাঙলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষের পথে। এখন ফাইনালের অপেক্ষা। ১৬ ফেব্রুয়ারি মিরপুরের শেরেবাংলায় শিরোপা লড়াই। যেখানে আগেই জায়গা করে নিয়েছে ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ানস। বিপিএলের শিরোপা লড়াইয়ে থাকছে চমক।
বৃহস্পতিবার ফাইনালের লড়াই শুরুর আগে নগরবাউল জেমসসহ দেশ খ্যাত ব্যান্ডের কনসার্ট থাকছে। এই কনসার্টসহ বিপিএলের ফাইনাল গ্যালারিতে বসে দেখা যাবে ৩০০ টাকায়। মঙ্গলবার দুপুরে এক বিবৃতি দিয়ে ফাইনালের টিকিটের মূল্য প্রকাশ জানিয়েছেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টিকিটের মূল্য সর্বনিম্ন ৩০০ টাকা, আর সর্বোচ্চ ২০০০ টাকা। ৩০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ডে বসে দেখা যাবে খেলা। সর্বোচ্চ ২০০০ টাকায় খেলা দেখা যাবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা। ক্লাব হাউজের জন্য গুনতে হবে ৮০০ টাকা। ১৫০০ টাকায় মিলবে ভিআইপি স্ট্যান্ডের টিকিট।
বিপিএল ফাইনালে কনসার্টসহ থাকবে আরো নানা আয়োজন। আতশবাজি, ফায়ারওয়ার্কস ও লেজার বিম শো! সবকিছুই ফাইনালের টিকিট দিয়ে দেখা যাবে। টিকিট কাউন্টারে মিলবে টিকিট। দুটি বুথ হলো-১. শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর ও
২. এসবিএনসিএস, মিরপুরের ১ নম্বর গেটের পাশে টিকেট বুথ।
ফাইনালের টিকিট মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড – ২,০০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড – টাকা ১,৫০০ টাকা
ক্লাব হাউস – ৮০০ টাকা
উত্তর/দক্ষিণ স্ট্যান্ড – ৪০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড – ৩০০ টাকা।
Discussion about this post