বৃষ্টির জলে মুছে গেল বাংলাদেশের ফাইনালে খেলার স্বপ্ন। পাকিস্তানকে হারিয়ে সেরা দুইয়ে উঠা হল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। যুব এশিয়া কাপের সেমিফাইনালে বৃহস্পতিবার জুনিয়র টাইগারদের বিপক্ষে বৃষ্টি আইনে ২ রানে জিতে ফাইনাল উঠে গেছে পাকিস্তান।
কুয়ালালামপুরের কিনরারা ওভালে বৃহস্পতিবার অনুষ্ঠিত লড়াইয়ে পাকিস্তানের সামনে ২৭৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় সাইফ হাসানের দল। বোলিংয়ে নেমে ৬ ওভারের মধ্যে পাকিস্তানি যুবাদের ২ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে কোনাঠাসা করে ফেলে দল। তারপর অবশ্য পাকিস্তানের তরুনরা ৩৯ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান করে। তারপরই নেমে আসে বৃষ্টি। খেলা আর শুরু করতে না পারায় বৃষ্টি আইনে তাদের ২ রানে জয়ী ঘোষণা করা হয়।
প্রথমে ব্যাট করতে নেমে জুনিয়র টাইগারদের দারুন সুচনা এনে দেন দুই ওপেনার পিনাক ঘোষ ও নাইম শেখ। দুজন মিলে করেন ৫১ রান। নাইম ১৪ রানে আউট হলেও ফিফটি তুলে নেন পিনাক। তারপর হাফসেঞ্চুরি তুলে নেন অধিনায়ক সাইফ হাসানও। এ দুজন মিলে জুটিতে যোগ করেন ১০৫ রান।
সাইফ ৬১ রান করে আউট হন। ৫ রান করে আউট হন তৌহিদ। ৮২ রান করে আউট হন পিনাক। নাঈম ২২ ও আফিফের ৫২ রানে ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৭৪ রান।
জবাবে পাকিস্তান ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। পাঁচ উইকেট হাতে রেখে ৬৬ বলে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল ৭৬ রান। আর টাইগারদের ৫ উইকেট। কিন্তু বৃষ্টিতে ম্যাচটা শেষ করতে না পারায় ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২ রানে জিতে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৭৪/৬ (পিনাক ৮২, নাইম ১৪, সাইফ ৬১, হৃদয় ৫, আফিফ ৫২*, আমিনুল ১৩, অঙ্কন ৩, নাঈম ২২*; আফ্রিদি ১/৬৬, মুনির ৩/৫৩, মুসা ০/৩৭, হাসান ১/৩৯, শাফকাত ১/৪৪, সাদ ০/১৫, তাহা ০/১৪)
পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ৩৯ ওভারে ১৯৯/৫ (আরিফ ৪, মহসিন ২২, শফিক ১০, তাহা ৯২, নাজির ২৬, সাদ ৩৫*, হাসান ১*; হাসান ০/২৪, অনিক ২/৩৫, নাঈম ০/৫৪, আফিফ ১/৪২, শাখাওয়াত ১/২৬, সাইফ ০/১৬)
ফল: পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল বৃষ্টি আইনে ২ রানে জয়ী
Discussion about this post