এমনিতে ‘চোকার্স’ অপবাদটা অনেক দিন ধরেই বয়ে বেড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা। তবে সোমবার শেষ মুহুর্তে এসে সবকিছু এলোমেলো করে দেয়নি তারা! ২ রানের নাটকীয়তা শেষে জয় নিয়ে মাঠ ছেড়েছে। আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচে টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে পাঠায় প্রোটিয়াদের। তারা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলে ১৭০ রান। সেটার জবাব দিতে নেমে কিউইরা জয়ের পথেই ছিল। শেষ ওভারে তাদের লক্ষ্য দাঁড়াল ৭ রান। হাতে ৫ উইকেট। উইকেটে ছিলেন রস টেলর ও লিউক রনচি। বোলার ডেল স্টেইনের হাতেই তুলে দেন দক্ষিন আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস। এ অবস্থায় মনে হচ্ছিল ম্যাচটা হেরে যাবে চোকার্সরা। কিন্তু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্টেইন বদলে দিলেন হিসেব। তাতেই ২ রানে ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারে ১৬৮ রানে আটকে গেল কিউইরা। ২ রানে ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ১৭০/৬, ২০ ওভার (আমলা ৪১, প্লেসিস ১৩ ডুমিনি ৮৬*, অ্যালবি মরকেল ১৩; সাউদি ২/৪৬, অ্যান্ডারসন ২/২৮)।
নিউজিল্যান্ড : ১৬৮/৮, ২০ ওভার (গাপটিল ২২, উইলিয়ামসন ৫১, টেলর ৬২; স্টেইন ৪/১৭, ইমরান তাহির ২/২৭)।
ফল : দক্ষিণ আফ্রিকা ২ রানে জয়ী।
ম্যাচসেরা : ডেল স্টেইন।
Discussion about this post