ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিন অঙ্কের ম্যাজিকেল ফিগার স্পর্শের অপেক্ষায় ছিলেন। কিন্তু কে জানতো এতো কাছে গিয়েও হতাশ হতে হবে? সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থেকে রান আউট আফিফ হোসেন ধ্রুব। তবে এই আক্ষেপ মুছে গেল শেষে। তার দল তুলে নিয়েছে অনায়াস জয়।
বিসিবি প্রেসিডেন্ট’স কাপে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশকে ১৩১ রানে হারাল নাজমুল হোসেন শান্ত একাদশ। তিন ম্যাচে শান্তদের এটি দ্বিতীয় জয় উল্টোদিকে মাহমুদউল্লাহদের দ্বিতীয় হার।
দল যখন ছন্নছাড়া তখন আফিফ দেখালেন নিজেকে। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শনিবার ১০৭ বলে ৯৮ রানের অসাধারণ ইনিংস গড়েন। রান পেলেন মুশফিকুর রহিম। তার ব্যাটে ফিফটি। সঙ্গে ইরফান শুক্কুরের দাপটে দল পায় ৫০ ওভারে ২৬৪ রান। মুশফিকের সঙ্গে আফিফ চতুর্থ উইকেট জুটিতে তুলেন ১৪৭ রান।
মুশফিক ৯২ বলে করেন দেখেশুনে ৫২ রান। তৌহিদ হৃদয় করেন ২৯ বলে ২৭। ৪ চার ও ২ ছক্কায় ৪৮ রানে অপরাজিত শুক্কুর।
এরপর মাহমুদউল্লাহ একাদশের ব্যাটসম্যানরা হতাশ করলেন। ৩২.১ ওভারে ১৩৩ রানে অলআউট। নুরুল হাসান সোহান ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ২৭ রান। যা দলের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর! মুমিনুল ৩২ বলে ১৩।
বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের ৩ উইকেট। পেসার আবু জায়েদ রাহি নেন সমান উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
শান্ত একাদশ: ৫০ ওভারে ২৬৪/৮ (পারভেজ ১৯, সৌম্য ৮, শান্ত ৩, মুশফিক ৫২, আফিফ ৯৮, হৃদয় ২৭, শুক্কুর ৪৮*, রিশাদ ১, তাসকিন ০, নাসুম ০*; ইবাদত ১০-০-৬০-২, রুবেল ১০-২-৫৩-৩, সুমন ৯-০-৫২-১, রকিবুল ১০-০-৩২-০, মিরাজ ৯-০-৪৮-০, মাহমুদউল্লাহ ২-০-১৮-০)।
মাহমুদউল্লাহ একাদশ: ৩২.১ ওভারে ১৩৩ (ইমরুল ৪, লিটন ২৭, মুমিনুল ১৩, মাহমুদুল ১৩, মাহমুদউল্লাহ ১১, সোহান ২৭*, সাব্বির ১০, মিরাজ ১৬, রকিবুল ০, সুমন ২, রুবেল ১; তাসকিন ৬-০-২৫-০, আল আমিন ৫-১-২০-১, নাসুম ৮.১-১-২৩-৩, আবু জায়েদ ৭-০-৩৪-৩, রিশাদ ৬-০-২৬-২)।
ফল: শান্ত একাদশ ১৩১ রানে জয়ী
ম্যাচসেরা: আফিফ হোসেন
ব্যাটসম্যান অফ দা ম্যাচ: আফিফ হোসেন
বোলার অফ দা ম্যাচ: রিশাদ হোসেন
ফিল্ডার অফ দা ম্যাচ: নাজমুল হোসেন শান্ত
Discussion about this post