আগামী দিনে ক্রিকেট বিশ্ব শাসন করবেন তারাই। সেই তরুণদের নিয়ে এবার বাংলাদেশে বসছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইমার্জিং কাপ। অংশ নেনে ৮ দেশ। ভেন্যু- চট্টগ্রামের এম এ আজিজ ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম।
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রকাশ করল এই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি। ২৫ মার্চ বাংলাদেশে আসবে অতিথি দেশের ক্রিকেটাররা। ম্যাচ শুরু হবে ২৭ মার্চ।সেমিফাইনাল ১ এপ্রিল। ৩ এপ্রিল ফাইনাল, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
চার সহযোগী দেশ নেপাল, আফগানিস্তান, হংকং ও মালয়েশিয়ার সঙ্গে এ প্রতিযোগিতায় লড়বে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-২৩ দল।‘এ’ গ্রুপে আছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া।’বি’ গ্রুপে বাংলাদেশ, হংকং, পাকিস্তান ও নেপাল। টাইগারদের হয়ে এই ওয়ানডে টুর্নামেন্টে খেলবেন টেস্ট তারকা মেহেদী হাসান মিরাজ।
২৭ মার্চ উদ্বোধনী দিনে ভারত-শ্রীলঙ্কা, আফগানিস্তান-মালয়েশিয়া, বাংলাদেশ-হংকং, পাকিস্তান-নেপাল লড়বে।
Discussion about this post