আজ এশিয়া কাপে বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচে নজর থাকবে লিটন দাসের উপর। দারুণ ফর্মে থাকা লিটন শুধু দলের জয়ের আশা নয়, সামনে আছে ব্যক্তিগত এক বড় মাইলফলক-সাকিব আল হাসানের সর্বোচ্চ টি-টোয়েন্টি রান ভাঙার সুযোগ। বর্তমানে তার রান ২৪৯৬, আর সাকিবের রেকর্ড ২৫৫১। মাত্র ৫৬ রান করলেই লিটন ইতিহাস গড়বেন।
লিটনের ফর্মের গল্পের শুরু শ্রীলঙ্কার মাটিতেই। অধিনায়কত্ব নেওয়ার পরও ব্যাটিংয়ে জটিল সময় পার করা লিটন পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চ্যালেঞ্জ পেরিয়েছেন, কিন্তু শ্রীলঙ্কার মাটিতে ৫০ বলে ৭৬ রান করে তিনি দেখান আসল ছন্দ এখনও তারই হাতে।
এরপর নেদারল্যান্ডস ও হংকংয়ের বিপক্ষে ধারাবাহিক ইনিংসে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান।
২০২৫ সালে লিটনের টি-টোয়েন্টি রান ইতিমধ্যেই ৪৭৬, স্ট্রাইক রেট ১৩৬-এর বেশি। শেষ চার ইনিংসের ধারাবাহিকতা আরও নিশ্চিত করেছে যে, তিনি বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড। আজকের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে যদি তার ছন্দ অব্যাহত থাকে, তাহলে শুধু রেকর্ড নয়, বাংলাদেশের জয়ের পথও আরও সুগম হবে।
Discussion about this post