এ যেন ঘুম পাড়ানি ক্রিকেট! বোলার বল করে যাচ্ছেন আর ব্যাটসম্যান একের পর এক রক্ষণাত্মক শট খেলছেন। রান করার কোন ইচ্ছে নেই যেন।
দিল্লির ফিরোজ শাহ কোটলায় ভারতের হাসিম আমলা খেললেন ধৈর্যশীল এক ইনিংস। করলেন ২৪৪ বলে ২৫ রান! তাইতো ক্রিকেট বোদ্ধারা প্রশ্ন তুললেন- এটাই কী টেস্ট ক্রিকেটে সবচেয়ে মন্থর গতির ব্যাটিং!
তাহলে চলুন দেখে নেই টেস্টের সেরা ৫ মন্থর গতির ব্যাটিংয়ের তালিকা-
# ১৯৫৪ সালে লর্ডসে হানিফ মুহম্মদ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেন ২২৩ বলে ২০ রানের এক ইনিংস।
# ১৮৯২ সালে সিডনিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে অ্যালেক ব্যানারম্যান করেন ৬২০ বলে ৯১ রান।
# ১৯২১ সালে ম্যানচেস্টারে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচেই ৩৪০ বলে মাত্র ৪০ রান করেন হার্বি কলিন্স।
# ১৯৬৩ সালে সিডনিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে ১০০ বল খেলে মাত্র ৩ রান করেছিলেন জন মারে। যা আজো বিস্ময় হয়ে আছে।
# ১৯৮১ সালে অ্যাডিলেডে অস্ট্রলিয়ার বিরুদ্ধে ১৫৯ বলে ১৩ রান করেন ভারতের যশপাল শর্মা। সত্যিই বিস্ময়কর ইনিংস!
Discussion about this post