জয়ের রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল আগেই। মাটি কামড়ে পড়ে থাকলে ড্র করতে পারতো শ্রীলঙ্কা। সেই চেস্টাই করছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। কিন্তু শেষ রক্ষা হল না। ভারতের বোলারদের সামনে আত্মসমর্পন করল লঙ্কান ব্যাটসম্যানরা।
কলম্বো টেস্টে শ্রীলঙ্কাকে ১১৭ রানে হারিয়ে দীর্ঘদিনের কাঙ্খিত জয় তুলে নিল ভারত। জয়ের জন্য ৩৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিকরা অলআউট ২৬৮ রানে। তাতেই টেস্টের সঙ্গে সিরিজটাও জিতে নেয় বিরাট কোহলির ভারত।
প্রথম টেস্ট শ্রীলঙ্কা ৬৩ রানে জয়ের পর দ্বিতীয়টিতে ২৭৮ রানের বড় ব্যবধানে জিতে ভারত। এরপর কলম্বোতে এই জয় তাদের এনে দেয় ২-১ এ সিরিজ জয়ের সম্মান।
২২ বছর পর শ্রীলঙ্কার মাটিতে এটিই ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়। এটি অধিনায়ক কোহলিরও প্রথম টেস্ট সিরিজ জয়!
মঙ্গলবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে জয়ের জন্য ভারত ৩৮৬ রানের বিশাল লক্ষ্য দেয় শ্রীলঙ্কাকে। জবাবে ব্যাট করতে নেমে ২৬৮ রানে শেষ শ্রীলঙ্কার ২য় ইনিংস।
ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন রবীচন্দ্রন অশ্বীন। চেতেশ্বর পূজারা কলম্বো টেস্টের সেরা।
Discussion about this post