ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনেকটা অপ্রত্যাশিতভাবেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ পেয়েছেন তিনি। তবে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের অভিষেকটা মনে রাখার মতো করতে পারেন নি লিটন দাস। ব্যাট হাতে ঝড় তুলতে পারেন নি বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার। তার দল জ্যামাইকা তালাওয়াহস ছিটকে গেছে শেষ চারে উঠার লড়াই থেকে।
শনিবার জ্যামাইকার হয়ে সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে একটি বাউন্ডারিসহ ২১ বলে ২১ রান করেন লিটন। তার দল জ্যামাইকা হারে ৪ উইকেটে। এই হারে সিপিএলের প্লে অফে খেলতে পারল না লিটনের দল।
ম্যাচে জ্যামাইকাকে ভাল সূচনা এনে দিয়েছিলেন গ্লেন ফিলিপস। নিউজিল্যান্ডের কিপার-ব্যাটসম্যান করেন ১১ বলে ২৩ রান। ক্রিস গেইল ২৯ রান করেন ৩০ বলে। তৃতীয় উইকেটে ডোয়াইন স্মিথ ও লিটন দাস যোগ করেন ৫৬ রান। ৩৮ বলে ৫৮ রান করেন স্মিথ। ২০ ওভারে জ্যামাইকা করে ১৬৫ রান।
জবাবে নেমে সেন্ট লুসিয়ার ওপেনার রাকিম কর্নওয়াল ২৫ বল খেলে করেন ৫১ রান। আর তার দল জেতে ৫ বল বাকি রেখেই।
জ্যামাইকার হয়ে আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন লিটন দাস।
Discussion about this post