নাসির হোসেন ফিরলেন। ফিরে এলেন বিতর্ক, নিষেধাজ্ঞা আর দীর্ঘ নীরবতার পর। আজ সোমবার ঢাকার ক্লাব ক্রিকেটে রূপগঞ্জ টাইগার্সের হয়ে মাঠে নেমে যেন নতুন করে লিখতে শুরু করলেন নিজের দ্বিতীয় অধ্যায়।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে তুলে নেন ১টি উইকেট। ফর্মটা হয়তো পুরনো সেই রূপে না, কিন্তু চোখে মুখে ছিল দায়িত্বের ছাপ।
২০২১ সালের টি-টেন লিগে অংশ নেওয়ার সময় আইসিসির দুর্নীতিবিরোধী নিয়ম লঙ্ঘন করেন নাসির। অভিযোগ—একটি আইফোন উপহার পাওয়ার বিষয়টি গোপন রেখেছিলেন। তার জবাবে আসে আইসিসির কড়া সিদ্ধান্ত—২ বছরের নিষেধাজ্ঞা, যার মধ্যে ৬ মাস স্থগিত।
নিষেধাজ্ঞার সময় নাসির আইসিসির দুর্নীতিবিরোধী প্রোগ্রামে অংশ নেন, ফলো করেন সব নির্দেশনা। ফলাফল—ফিরে এসেছেন আনুষ্ঠানিকভাবে, আইনি জট ছাড়াই।
৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার মাঠে কম, মাঠের বাইরে বেশি আলোচনায় ছিলেন গত কয়েক বছর। জাতীয় দলে জায়গা হারানো, ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক—সব মিলিয়ে তিনি যেন হয়ে উঠেছিলেন হারিয়ে যাওয়া এক সম্ভাবনার নাম। তবে ক্রিকেটাররা কখনোই পুরোপুরি হারায় না—যতক্ষণ তারা খেলাটাকে ভালোবাসে।
বিসিবি আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আইসিসির শর্ত মেনে ২০২৫ সালের ৭ এপ্রিল থেকে খেলার অনুমতি পেয়েছেন নাসির হোসেন।’
Discussion about this post