ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হওয়ার আগেই ব্যাট হাতে ঝড় তুললেন ঋদ্ধিমান সাহা। ২০ বলে খেলে ১০২ রানের এক টর্নেডো ইনিংস উপহার দিলেন তিনি। পশ্চিমবঙ্গের ঘরোয়া জে সি মুখার্জি টি-টুয়েন্টি লিগে শনিবার রাতে ১৪ ছক্কায় ইনিংসটি সাজান সাহা। ১২ বলে ফিফটি পাওয়ার পর বাকি রান করেন মাত্র ৮ বলে! রীতিমতো বিস্ময়কর!
৫১০ স্ট্রাইক রেটে সাহার এমন তান্তবে বিএনআর রিক্রিয়েশন ক্লাবের ছুঁড়ে দেওয়া ১৫২ রানের লক্ষ্য ৭ ওভারেই টপকে যায় তার দল মোহনবাগান। তার দল টুইটে দাবি করেছে, এটি বিশ্বরেকর্ড।
২০১৩ আইপিএলে ক্রিস গেইলের ৩০ বলে সেঞ্চুরিটি ঘরোয়া টি-টুয়েন্টি লিগে দ্রুততম সেঞ্চুরি হয়ে আছে। আর ৩৫ বলে সেঞ্চুরি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও ভারতের রোহিত শর্মা।
এবারের আইপিএলে ৫ কোটি রুপিতে সাহাকে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ।
Discussion about this post