ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্যারিয়ারের শুরু থেকেই চোট সঙ্গী হয়েছে মাশরাফি বিন মর্তুজা। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে এ তারকা এখন পর্যন্ত সাত সাতবার ছুরি কাঁচির নিচে গেছেন। তারপরও কখনই ২০ বছরের ক্যারিয়ারে বিসিবির ফিটনেস টেস্টে ‘ফেল’ করেননি- এমন দাবি করেছেন তিনি। যারা সম্প্রতি ফিটনেস বিবেচনায় মাশরাফি বাদ পড়বেন এমন কথা বলেছেন তাদের সমালোচনাও করেছেন তিনি।
সম্প্রতি একাত্তর টিভির খেলাযোগকে এক দীর্ঘ সাক্ষাৎকারে নিজেদের ফিটনেস নিয়ে মাশরাফি বলেন, ‘আমার তো ফিটনেসে কোনোদিন ফেলই নাই। আমি তো এগুলো ক্যামেরার সামনে কখনো বলিই নাই। অনেককে হয়তো বলে শুনেছি মাশরাফি পুরোপুরি ফিট নাও থাকতে পারে। আমি তখন অবাক হয়েছি যে এরা আসলে কতটুকু তথ্য। বাইরের একজন দর্শক বলছে, এটা খুবই স্বাভাবিক। উনি অনেক কিছু না জেনে বলতে পারে। কিন্তু বিসিবির সাথে সম্পৃক্ত থেকে যারা বলছে… ,খুবই অবাক লাগে! তারা কি আসলে কোনো তথ্য রাখে বা আদৌ অফিস করে? ”
২০ বছরের ক্যারিয়ারের সব ধরণের ফিটনেস টেস্টে কৃতকার্য হয়েছেন মাশরাফি। এমন দাবী তার, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি মেন্টালি সেট করেছি, বাংলাদেশে যদি কখনো আপনাকে আক্রমণ করা হয় কোনো কিছু নিয়ে তখন আপনি যেটাকে ছাড় দিচ্ছেন ওটাই আপনার মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়াবে।’
মাশরাফি আরও বলেন, ‘আমার যত ইনজুরি আসুক যাই আসুক বিগত বিশ বছরে আমার একটা ফিটনেস টেস্ট ফেল নাই। ২০০১ থেকে ২০২০ পর্যন্ত একটা ফিটনেস টেস্ট বের করে দেন মাশরাফি ফেইল আছে। যে কোনো জায়গায়, বিপ টেস্ট বলেন, স্ট্রেংথ ট্রেনিং টেস্ট বলেন। একটা জায়গায় আমার ফেল এনে দেন। যদি দিতে পারেন, তারপর কথা বলেন। আপনি মারিওর কাছ থেকে চেয়ে নেন। ক্রিকেট বোর্ডের কাছে যদি না থাকে সেটা তো আনপ্রফেশনাল। ক্রিকেট বোর্ডের কাছে তো থাকতে হবে।’
গত বছরের মার্চে সবশেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন মাশরাফি। আর ঘরোয়া লিগে সবশেষবার এ তারকা মাঠ মাতিয়েছিলেন গেল বছরের শেষ দিকে। এরপর থেকে রাজনীতির মাঠে খেলছেন এ ডানহাতি পেসার। সুযোগ পেলে এখনও দেশের জার্সিতে আরও কয়েক বছর খেলতে চান তিনি।
Discussion about this post