আরো একবার বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক হচ্ছে ভারত। অবশ্য এর আগে যৌথ আয়োজকের ভূমিকায় দেখা গেছে তাদের। বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে সঙ্গে ২০১১ বিশ্বকাপের আয়োজক হয়েছিল ভারত। ২০২৩ সালে এককভাবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে উপমহাদেশের এই দেশটি। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিও আয়োজন করবে তারা।
২০২৩ বিশ্বকাপ আয়োজন নিয়ে ২০১৩ সালেই আইসিসিকে প্রস্তাব দেয় ভারত। সে সময়ই লন্ডনে আইসিসির বার্ষিক কনফারেন্সে ভারতকে এই টুর্নামেন্ট আয়োজন করার অনুমোদন দেওয়া হয়েছিল। এদিকে গত সোমবার দিল্লিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশেষ সাধারণ সভায় ২০২১ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে আয়োজনের কথাও জানানো হয়।
২০২১ সালে চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়ানো নিয়ে রয়েছে সন্দেহ। কেননা আইসিসি চাইছে ওই সময় ওয়ানডে লিগ চালু করতে। যদিও এ নিয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সংস্থাটি। এর আগে ২০১৯ বিশ্বকাপ ক্রিকেট আসর বসবে ইংল্যান্ডে।
Discussion about this post