ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২০২৩ সালের বিশ্বকাপে মাশরাফি বিন মর্তুজাকে মেন্টর হিসেবে চান তামিম ইকবাল। তার এমন প্রস্তাবে দেশের স্বার্থে ‘না’ বলা কঠিন বলেও জানিয়ে দিয়েছেন মাশরাফি।
শুক্রবার নগদ আয়োজিত ক্রিকফ্রেঞ্জিতে প্রচারিত দ্যা তামিম ইকবাল শো’তে নিজ আগ্রহের কথা জানিয়েছেন তামিম। সেখানে মাশরাফি বলেন, ‘সত্যি বলতে দেশের জন্য কোনো কিছুতে না করা আমার জন্য কঠিন। তবে মেন্টর এখন লাগবে বলে আমার কাছে মনে হয় না। এখন এটার দরকার নেই। তবে দেশের জন্য দরকার হলে আমার ক্ষেত্রে না বলা সত্যি কঠিন।’
মাশরাফির কথার জবাবে তামিম বলেন, ‘আমি যদি ২০২৩ বিশ্বকাপে অধিনায়ক থাকি, বোর্ড যদি রাজি থাকে, আপনি যদি রাজি হন তাহলে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে আপনাকে বাংলাদেশের মেন্টর হিসেবে চাই।’
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মেন্টর হিসেবে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এজন্য কোনো পারিশ্রমিক নেবেন না বলে জানিয়েছেন তিনি। এমনকি নিউজিল্যান্ড দলের সঙ্গে মেন্টর হিসেবে কাজ করছেন দলটির ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। তাই তামিমের চাওয়া ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ দলের মেন্টর হোক মাশরাফি বিন মর্তুজা।
Discussion about this post