ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত মার্চে সবশেষ বারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ছিল বাংলাদেশ দল। এরপর করোনার কারণে লম্বা সময় মাঠের বাইরে। ২০২০ সালে আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি। অথচ বছর জুড়েই ক্রিকেটে ব্যস্ত থাকার কথা ছিল টাইগারদের।
সব ঠিক থাকলে ২০২০ সালে ১০টি টেস্ট খেলার কথা ছিল মুশফিকুর রহিম-তামিম ইকবালদের। কিন্তু করোনায় খেলা হলো মাত্র ২ টেস্ট।
পাকিস্তান সফরে একটি। এরপর শ্রীলঙ্কা সফরে তিনটি। দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি করে টেস্ট ম্যাচ খেলা হলো না। করোনায় বড় ক্ষতিই হলো বাংলাদেশের।
একইভাবে সীমিত ওভারের ক্রিকেটেও বছরটা ব্যস্ত থাকারই কথা ছিল। পাকিস্তান সফর, যুক্তরাজ্য সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে ছিল তিনটি ওয়ানডে ও চারটি টি-টুয়েন্টির সঙ্গে এশিয়া কাপ, টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি।
সব মিলিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা ওয়ানডে খেলেছ মাত্র তিনটি। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে তিন ম্যাচে অবশ্য জয় ধরা দিয়েছে।
মাশরাফির বিদায় এবং…
২০২০ সালেই অধিনায়ক হিসেবে শেষ ওয়ানডে ম্যাচ খেললেন মাশরাফি বিন মর্তুজা। শেষ ম্যাচটি জিতে বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক শেষ করেন। একইসঙ্গে ম্যাচ জয়ের ফিফটিও করে ফেলেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের নিজের রেকর্ড ভেঙে নতুন করে গড়েন তামিম ইকবাল। কিন্তু এরপরের ম্যাচে সেই রেকর্ড ভাঙেন লিটন কুমার দাস। দুজন গড়েন জুটির রেকর্ডও।
হলো না বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ম্যাচটাও
করোনায় অনেক বড় ক্ষতিই হয়েছে বাংলাদেশ ক্রিকেটের। ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ব একাদশ ও অবশিষ্ট এশিয়া একাদশের দুটি টি-টুয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু মার্চে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই ম্যাচটা হতে পারেনি করোনায়।
একইভাবে ঘরোয়া ক্রিকেটে মার্চে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয়। কিন্তু এক রাউন্ড হয়েই স্থগিত হয়ে যায়।
সাকিবের ফেরা
মার্চে মাঠের বাইরে যান ক্রিকেটাররা। এরপর গত অক্টোবরে প্রেসিডেন্ট’স কাপ দিয়ে ফেরেন মুশফিকুর রহিমরা। তারপরই নভেম্বর-ডিসেম্বরে হয় পাঁচ দল নিয়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ।
এই টুর্নামেন্ট দিয়েই ফেরেন সাকিব আল হাসান। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নভেম্বরে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ দিয়ে মাঠে দেখা যায় এই অলরাউন্ডারকে। যদিও ফেরাটা মন মতো হয়নি তার।
যুবাদের বিশ্বকাপ জয়
২০২০ সালের সেরা সাফল্য অবশ্যই এনে দিয়েছেন জুনিয়র টাইগাররা। ভারতকে হারিয়ে আকবর আলির দল এনে দেন দেশকে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা। আনন্দে ভাসে গোটা দেশ।
করোনায় আক্রান্ত ক্রিকেটাররা-
করোনাভাইরাস থেকে মুক্তি মেলেনি ক্রিকেটারদের। এ বছর করোনা আক্রান্ত হয়েছেন অনেক তারকা ক্রিকেটারই। যার মধ্যে আছেন মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, আবু জায়েদ চৌধুরি, সাইফ হাসান, নাজমুল ইসলাম অপু, মাহমুদুল হাসান জয়সহ অনেকে। সুস্থ হয়েছেন সবাই।
Discussion about this post