যতোই দিন যাচ্ছে আন্তর্জাতিক ম্যাচ কম পাওয়া নিয়ে আক্ষেপ কমছে বাংলাদেশ ক্রিকেট দলের। ২০১৮ সালে গত বছরের চেয়ে এবার আরও বেশি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। এ বছর টাইগাররা কমপক্ষে ১৫টি ওয়ানডে, ৮ টেস্ট ও ৮ টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। ত্রিদেশীয় ও এশিয়া কাপের ফাইনালে খেলতে পারলে ম্যাচের সংখ্যাটা আরও বাড়বে।
এ মাসের ১৫ তারিখে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ২০১৮ সালের ব্যস্ততা শুরু হবে মাশরাফি-সাকিবদের। এই টুর্নামেন্টে কমপক্ষে চারটি ম্যাচ খেলবে দল। পরের মাসে ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ স্বাগতিকদের। যেখানে আছে দু’টি করে টেস্ট ও টি-টুয়েন্টি।
আগামী মার্চে ত্রিদেশীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ। সেখানে টাইগারদের অন্য প্রতিপক্ষ ভারত। নিদাহাস কাপ নামের ঐ টুর্নামেন্টের মধ্যে দিয়ে লঙ্কানরা স্বাধীনতার ৭০ বছর উদযাপন করবে। জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা টাইগারদের। সেপ্টেম্বরে এশিয়া কাপে।
সেপ্টেম্বরে আছে অস্ট্রেলিয়া সফর। অজিদের বিপক্ষে খেলবে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে। অক্টোবরে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ১ টি টুয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে আসবে।
Discussion about this post